দোল এসেছে দোল আজ বাজারে মাদল
সবাই মিলে নাচরে আজি হাতে আবীর তোল।
বসন্ত আজ ডাক দিয়েছে রাঙ্গা পলাশের বনে
পলাশ পাপড়ি ছড়িয়ে আছে বসন্ত ক্ষণে।


বাতাস ভারী সুবাস ছড়ায় পল্লীর পথে পথে
আম্র মুকুল হাতছানি দেয় রাঙ্গা শিমুলের সাথে।
গাছের ডালে ফুলে ফুলে খেলছে পাখির দল
চলরে সবাই আবীর হাতে ফুলের বনে চল।


আকাশ জুড়ে আলোর রেখা পাতার ফাঁকে উকি
ছুটছে পথে আবীর হাতে পথের খোকা খুঁকি।
আজ যে এক মহান দিবস অসীম পুণ্যবান রাত
যে পূর্ণিমায় দোল উৎসব সে পূর্ণিমায় শবেবরাত।
                   -:-:-:-:-:-:-