সেদিন ছিলো চৌদ্দই ফেব্রুয়ারি বারে শুক্রবার
এসেছিলে তুমি দুপুর গড়িয়ে মায়াবী অবতার
ফেরিওয়ালা হয়ে এসেছিলে স্বপ্নের ফেরি নিয়ে
তোমার স্বপ্ন কিনেছিলাম একটি টাকা দিয়ে।


সারা মুখ জুড়ে সওদার পরশ গ্রীষ্মের খরতাপে
মুছে নেওয়া যায় নোনা জল প্রচুর রৌদ্র তাপে।
ছায়া দেয় মায়া দিয়ে যায় এক টাকার জিনিস
তার পরশে এক নিমেষে মনের ক্লান্তি ফিনিস।


ধীরে ধীরে হলো মন দেওয়া নেওয়া একাকী নীরবে
আজ সেই তুমি নেই পাশে, আছো শুধু অনুভবে।
একটি টাকার সওদা সেই আজও হৃদয়ে বাজে
একা নিরালায় খুব প্রয়োজন অশ্রু মোছার কাজে।
                    -:-:-:-:-:-:-:-