একাকী মন খোঁজে সারাক্ষণ নির্জন নীড়।
মুক্ত আকাশ বনের বিছানা নদীর খোলা তীর।
পাখিদের গান নদীর কলতান রাখালের সুর।
প্রশস্থ মাঠ মুক্ত বাতাসের সীমানায় বহুদূর।
জোৎস্না ভরা রাত, তারার মেলা আকাশে।
হাসনাহানা সৌরভি সুবাস মেশানো বাতাসে।
জল দীঘি মাছে ভরা, সারা মাঠে ভরা ধান।
সবুজের মাঝে যেথায়, জুড়াবে সকল প্রাণ।
গোধূলি বেলা মেঘেদের খেলা হালকা বৃষ্টি।
ঘাসের ডগায় শিশির কনা কাড়ে যখন দৃষ্টি।
সবুজের মাঝে শান্তি খুঁজে ফিরি সারাক্ষণ।
তোমায় খুঁজি সৃষ্টি মাঝে আমার একাকী মন।
                -::- -::- -::- -::-