বর্ষা এসেছে নামেনি বৃষ্টি
                 ভরেনি তো নদীনালা.
চাইছে বৃষ্টি কৃষক ভায়া
                জল বিহনে জালা !
এখনো হয়নি ধান রোয়া
                কাটেনি মাঠের পাট!
দুবেলাই ঝরে দুফোঁটা বৃষ্টি
                হয়না চাষের  কাজ.
কালের নিয়মে বর্ষা আসে
               এবারেও এসেছে তাই ,
আকাশে শুধুই মেঘের বাহার
               বৃষ্টির দেখা নাই.
এসো গো বৃষ্টি ঝমঝমিয়ে
              আকাশ করে কালো
ব্যঙ্গের ডাকে আকাশ ভেঙ্গে
              শ্রাবণে বৃষ্টি ঢাল.
চুপিসারে নয় দ্রুতবেগে এসো
             আকাশ ভেঙ্গে বৃষ্টি!
শান্ত করো তপ্ত বসুধা
             এসো বৃষ্টি এসো বৃষ্টি.
               ----------
             12/07/16