বারবার ফিরে এসো বিবেকানন্দ এই পৃথিবীর মাঝে
তুমি বিনা বিশ্বভূমি শুন্য হয়ে আছে
এসো হে বিবেকানন্দ আবার ফিরে এসো
বিশৃঙ্খল বিশ্বভূমিতে সকলকে ভালোবেসো
আবার ফিরে এসো!


পথে ঘাটে দেখো হানাহানি আজ ভালোবাসা ক্ষীণ
চেনা মুখও চৈতন্যহীন সবাই কেমন অচিন
বিভাজন কেন মনের গহনে কে ঢেলেছে বিষ ?
দিবানিশি শয়নে স্বপনে নিয়ত অহর্নিশ!


বুক হতে ঝরে নীরবে রক্ত ব্যাথা হৃদয় জুড়ে
অজানা আগুনে জ্বলছে দেশ নিয়ত হৃদয় পুড়ে
অমোঘ আধারে প্রদীপ হাতে ফিরে এসো তুমি
তোমার বাণীতে জুড়াবে হৃদয় নিয়ত চরণ চুমি!


তুলে ধরো বিশ্বভূবনে শিকাগো কাঁপানো বাণী
তোমার বাণীতে মুছে যাক যত মনের কলুষিত গ্লানি
ফিরে এসো বিবেকানন্দ দাও হৃদয়ের ভালোবাসা
তোমার বাণীতে নিপীড়িত সকলে পায় আলো আশা!
                    12/01/2020