ফিরত যদি সেদিন গুলি সাধের ছেলে বেলা
নতুন করে আবার হতো ছেলে বেলার খেলা!
খুনসুটি আর ভালোবাসায়-  উঠত ভরে মন
স্মৃতির কোঠায় খুঁজি শুধু স্মৃতিই সারাক্ষণ!


স্মৃতি যদি ফিরেই যেতো পঁচিশ বছর আগে
এক দৌড়ে ছুটে যেতাম,  নতুন ভাবাবেগে
সবার সাথে শুধুই খেলা পথের ধুলা নিয়ে
গাছের নিচে ধুলার বাড়ি, নব পুতুলের বিয়ে


খেলার মাঠে হৈ-হুল্লোড় স্কুলের পথে রোজ
মাঠের মাঝে চড়ুই ভাতি মাঠেই ভুরিভোজ!
মহাউল্লাস খেলার মাঠে , টিফিনে হৈ চৈ
বাদল দিনে বৃষ্টি ভেজা জলে নাচে তাথৈ


কলেজ গিয়ে ক্লাসে ফাঁকি সবাই সিনেমা হলে
বাসের সিটে জায়গা নাহলে সবাই সবার কোলে
টিফিন নিয়ে কাড়াকাড়ি, চা নিয়েও ভাগাভাগি
নানা অট্টহাসির মাঝে মান অভিমান রাগারাগি


খেয়াপথে নৌকা চড়ে মাঝির সাথে নৌপথে
মাঝ নদীতে জলকেলি সবাই সবার সাথে
স্মৃতির মাঝে দেয় উঁকি মনের জানালা খুলি
আবার যদি আসত ফিরে হারানো সেদিন গুলি!
                     -: :- -: :- -: :-
                  -  24/07/2019 -