শীতের চাদরে মোড়া কুয়াশা জড়ানো মাঠ
মায়াবী তারার আলোয় জোৎস্না স্নাত রাত
চাঁদের চতুর্দিকে নীল দিগন্তে তারার মেলায়
গ্রহরা মেতেছে আকাশের বুকে আলোর খেলায়


জোৎস্না মাখা রাতের আলো কত কিছু বলে যায়
প্রিয়জন খুঁজে তারার আলোয় হারানো বেদনায়
শত প্রিয়জন নীরবে রয়েছে হাজার তারার দেশে
ডাকছে বুঝি তারার দেশে মিষ্টি আলোয় ভেসে


দুই চোখে নেই ঘুম জেগে আছি আজ সারারাত
আকাশের বুকে আঁকছি বসে জীবনের ধারাপাত।
কিছুতেই মেলে না জীবনের হিসাব কোন সূত্র ধরে
অগুণিত তারা পৃথিবীর বুকে নীরবেই পড়ে ঝরে!
                    :-:-:-:-:-:-:-:-: