তুমি যাবে ? যাবে গো আমার সাথে!
অজানা পথ পাড়ি দিয়ে দূর কোন এক দেশে।
তুমি যাবে ? যাবে গো আমার সাথে।


সাত সমুদ্র পার হয়ে এক সবুজ ঘেরা গায়ে।
যেথায় আছে পাখির কুজন হেটে গুটি পায়ে।
তুমি যাবে ? যাবে গো আমার সাথে!


যেথায় কোন নেই ভেদাভেদ আছে ভালোবাসা।
আশার প্রদীপ নেভে না যেথায় থাকে না হতাশা।
তুমি যাবে ? যাবে গো আমার সাথে।


এমন কোন দেশে যেথায় প্রকৃতি হাসে।
মানুষের বিপদে মানুষই থাকে পাশে।
তুমি যাবে ? যাবে গো আমার সাথে।


চলো সেখানে বাঁধি ছোট নীড় খোলা আকাশের নিচে।
যেথায় মানুষ রুপি বন্য প্রাণী আসবে না তো পিছে।
তুমি যাবে ? সেই কল্পলোকের দেশে ?