গীতা বাইবেল কোরান মানি ভেদাভেদ মানিনা।
মন্দির গীর্জা মসজিদ মানি হানাহানি মানিনা।
শ্রীকৃষ্ণ যীশু হজরত(স:) মানি শয়তান মানিনা।
গুনীদের শুধু গুঞ্জন করি জালেমদের মানিনা।


রাঙা হাতে রং তুলিতে আঁকা সীমানা মানিনা।
মন প্রাণ দিয়ে মানি সুদূর আকাশের সীমানা।
সুশাসন মানি কোন শোষকের শোষণ মানিনা।
চতুর লোকের চাতুরতায় কোন বিভেদ মানিনা।


মানিনা কোন নিরীহর উপর অকারণে হামলা।
মানিনা কোন রক্তক্ষয়ি  অশুভের যত জুলমা।
মানিনা সেসব  নিয়ম কানুন একপেশে নীতি ।
যেখানে কোন ভালো নেই আছে অনেক ক্ষতি।


যেথায় রয়েছে হাজার জাতি নানান ধর্মের বাস।
ক্ষনিকের ভুলে আনছো বয়ে কেন সবার সর্বনাশ !
বাতাসের কোন ধর্ম আছে কি জলের কোন জাত?
হাসপাতালে জানতে চাই কেউ রক্তের কোন জাত ?


সৃষ্টির মাঝে স্রষ্টা থাকেন ধংসে থাকেন না ভগবান।
শান্তির পথে মহা ঈশ্বর ধংসে থাকেনা খোদার দান।
জন্মের সময় জাত ছিল কি মরার পরে জাত থাকে।
বলতে পারো মরার পরে সোনার দেহ কোথায় রাখে ?
                          -::--::--::---::-