শ্রাবণ দিনের মেঘলা দুপুর
                  টিপ টিপ টিপ্  বৃষ্টি.
সাদা মেঘের প্রলয় নাচন
                 আকাশেই তার সৃষ্টি.
ঝর ঝর ঝর বৃষ্টি ঝরে
                 দৃষ্টি পড়ে পুকুর পাড়ে.
জোড়া শালিক ঝগড়া করে
               বাঁশ বাগানের পুকুর ধারে.
অলস দুপুর আধ ঘুমে.
               দল বেঁধে সব গল্প করে.
মাঝে মাঝে দাবার চালে
               নাকের মাঝে নস্যি পরে.
ক্ষুদার জ্বালায় ছোটে গরু
              লেজ্টি তুলে মাঠের পানে.
অসহায়  বালক কথার ঝাঁঝে
               ছুটন্ত গরু ফিরিয়ে আনে.
বৃষ্টি পড়া মাঝ উঠোনে
                কেঁচোর দল বেরিয়ে পরে.
ভিজিয়ে পাখা খাওয়ার খোঁজে
                 মুরগীরা সব কেঁচো ধরে.
ক্ষুদ্র চাষীর মাথায় মাথল
                 বৃষ্টি মাথায় মাঠের পথে.
লাঙ্গল কাঁধে ছুটছে কৃষক
                 জোড়া বলদ তারই সাথে.
কালো মেয়ে খেতের পথে
                 পায়ে বাজে রুপার নূপুর.
রৌদ্র ছায়ায় বৃষ্টি পরে
                  এইতো হলো মেঘলা দুপুর.
💦💦💦--------::::--------💦💦💦
13/07/2016 দুপুর 12.00