রাঙ্গা আলো বাঁধ মানে না পুব আকাশের কোলে
রং ছড়িয়ে রাঙ্গা বন ফুল গাছের ডালে দোলে
হলুদ ফুলে ছড়িয়ে আছে সবুজে ঘেরা মাঠ
কুয়াশার চাদর জড়িয়ে আছে পল্লীর পথ ঘাট!


কাক ভোরে রসে জাল ধরেছে খেজুর গুড়ের চাষী
শীত কালে খেজুরের গুড় সবাই ভালোবাসি
জোড়া শালিক সোহাগ করে মেঠো পথের বাঁকে
সূর্যের আলো বিচ্ছুরিত বাঁশ বাগানে পাতার ফাঁকে!


পানকরিরা ছুটছে জোরে কুয়াশা ঢাকা নতুন ভোরে
রাঙ্গা আলোর সিড়ি বেয়ে ঐ ছুটে যায় অনেক দূরে
সরষে ফুল হতে মৌমাছি দল মধু করে আহরণ
পথে বনফুল রাঙ্গা আলোয় মনে জাগে শিহরণ।
                   :-:-:-:-:-:-:-:-: