মুঠো ফোনের মায়ায় বুধ হয়ে আছে দুইটি চোখ
সৌজন্য ভুলেই এখন মুঠো ফোনে মন সংযোগ
দৃষ্টির আলো আড়ালে হারায় নিভতে বসেছে বাতি
সারাটি সময় মুঠো ফোনে হাত ফুরিয়ে গেছে রাতি


বাক্যালাপ বন্ধ তো প্রায় ঘাড় নাড়িয়ে দু চার কথা
মুঠো ফোনের মায়ায়,  ফুরিয়ে গেছে মুখের ভাষা
সুজন নয় পাশের মানুষ সখ্যতা শত যোজন দূরে
আত্মীয় তো সেই মুঠো ফোন, সুজন নেই অন্তরে।


দুধের শিশু খায় নাকো ভাত মুঠো ফোন না পেলে
পেলে মুঠো ফোন সেই শিশু সানন্দে ভাত গেলে।
পড়ে নাতো বই আঁকে না ছবি খেলে না শিশুর দল
নীরবে কাড়ছে দৃষ্টি শক্তি ভাঙছে নীরবে মনোবল।
                    -:-:-:-:-:-:-:-