ধর্ম যদি হিংসায় শেখায় আমি নাস্তিক হবো ঠিক
নাস্তিক ভেবে ঘৃণা করে করুক দেয় দিক শত ধিক
মানুষ যদি নিষ্পেষিত হয় ওই ধর্মের যাঁতাকলে
মানবতা ছেড়ে বিভেদ ছড়ায় যে কোন কৌশলে


যাবনা কোন গুরুদুয়ার গির্জা মসজিদ মন্দিরে
মহান স্রষ্টা শুধু সেখানে থাকে না, থাকে অন্তরে
ধর্ম যদি ধার্মিক বানায়, না দেয় সকলের সমতা
জাতের জিকির ভোলায় যদি মানবের মানবতা


ধর্মের নামে যদি মানুষে মানুষে চলে হানাহানি
জাতের নামে জনতার লড়াই পথেই টানাটানি
বাইরের পোশাকে যদি কোন মানুষ চেনা যায়
মানুষ কেন বন্দি থাকে ওই ধর্মের সীমানায় ?


ধর্ম যদি না দিতে পারে ক্ষুধার অন্ন, বস্ত্র বাসস্থান
না দিতে পারে কাজের জন্য সুনিশ্চিত কর্ম সংস্থান
অস্পৃশ্যতা ছড়ায় যদি সমাজের কোনায় কোনায়
কেন মানুষের মাঝে ধর্ম খোঁজে যেকোন অছিলায়  


এখনো ছিন্ন বস্ত্র জড়ানো হাজারও মায়ের বুকে
লাখো মানুষ জরাজীর্ণ দুনিয়ায় অপুষ্টির অসুখে
স্বর্গ নরক দোজখ বেহেশত দেখো কোথায় আছে
আর কোথাও নয় তোমার দুয়ারে দুনিয়ার মাঝে


আমি তো পায়নি তাহারও দেখা মসজিদে মন্দিরে
আমার খোদা আমার ভগবান রয়েছে আমার ঘরে
জীবন্ত দেবতা আমার ঘরে দেবো তাকেই অঞ্জলী
নেই যেথা প্রাণের সাড়া কেন দেবো সেথায় অঞ্জলী


নাস্তিক হবো সূর্যেরও মত, আকাশের মত উদার
বৃষ্টি হয়ে পড়ব ঝরে প্রকৃতির উপযোগী অবতার
কেন আমি ধার্মিক হবো কেনই বা বিভেদ ছড়াবো
তার চেয়ে ভালো সবার অলক্ষ্যে আমি নাস্তিক হব
                           -:-:-:-:-