মহা সমুদ্রে ভেসেই চলেছি
ভাসমান প্রাণীর মতো।
একদিন নয় এক যুগ নয়
বছর শত শত।


তীরের খোঁজে বারবার গেছি
সেই সমুদ্র তীরে।
অতল সাগরে তলিয়ে গেছি
আসতে পারিনি ফিরে।


প্রতিনিয়ত ঘর হতে ঘরে
বারবার দিয়েছি পাড়ি।
পরের ঘরে রয়েছি পড়ে
পায়নি নিজের বাড়ী।


কেটেছে শৈশব সবার শাসনে
যৌবনে যার শেষ।
ঘর ছাড়লাম ঘুমটা পরে
ছাড়লাম সেই দেশ।


পরের ঘরকে আপন করে
হলাম আবার পরাধীন।
বিনিময় হলো বাবার থেকে
সেই তো পরের অধীন।


গায়ের চামড়া গতরে সুকালো
সোনালি হলো মাথার চুল।
একূল ওকূল দুকূল শেষে
পেলাম ফিরে ছেলের কূল।


নিজের ঘরটি হলো না পাওয়া
আর কি কখন পাবো ?
পরের ঘরকে নিজের ভেবে
শুধুই কি থেকে যাবো ?


ঘর কি কখন হয় মেয়েদের
এত সারা জীবনের আর্তি।
সময়ের সাথে হেঁটে চলা
শুধু সময়ের শরনার্থী।