এই পৃথিবী কি পাল্টে গেছে ?
না আমি পাল্টে ফেলেছি নিজেকে ?
এই পৃথিবী কি স্বার্থপর হয়ে গেছে ?
না আমরা ব্যস্ত নিজেকে নিয়ে।
এই পৃথিবী কি রক্তবর্ণ ধারণ করেছে ?
না কেই রাঙ্গিয়ে দিয়েছে রক্তে।
এই সমাজ কি সামাজিকতা হারিয়ে ফেলেছে ?
না আমরা সমাজকে করেছি দিকভ্রান্ত ?
এই পৃথিবীর মানুষ কি তার মনুষত্ব হারিয়ে ফেলেছে ?
না আমার মনুষত্বকে জলাঞ্জলি দিয়েছি আমি ?
আমিই কি একমাত্র ব্যাক্তি-
যা বাধ্য করেছি এই পৃথিবীকে পাল্টাতে?
না আমার মত হাজার স্বার্থপরের দল-
বাধ্য করেছে এই পৃথিবীটাকে পাল্টাতে?
আমি কি কিছু ভুল দেখছি ?
না কেউ ভুল দেখাচ্ছে আমাকে ?
ঠিক আর ভুলের মাঝে ব্যবধান বেড়ে গেছে ?
না ভুল আর ঠিকের মাঝে ব্যবধান বুঝতে আমি অসমর্থ্য ?
তাই কি এত বিবেধ ?
কিন্তু কেন ?
সত্যই কি এই পৃথিবী কি পাল্টে গেছে ?