সম্পর্ক অতি সাধারণ একটি শব্দ
যা ভালো অথবা খারাপের ধারণা বহন কর
সু ভাবনায় আনে সুসম্পর্কের ঠিকানা
সে সম্পর্কই আত্মিক সম্পর্ক!


সেই সম্পর্কের নাম যায় দিই না কেন
সম মনের সম্পর্ক হয়ে ওঠে শত জন্মের সম্পর্ক!
সুসম্পর্কের আলিঙ্গনে আসে শান্তির আবাহন
দূরত্ব বাড়লে অশ্রু ঝরে
কাছে আসলে খুশিতে ভরে ওঠে মন
হয় একান্ত আপন!


রক্তের সম্পর্ক থাকলেই আত্মীয় হওয়া যায়না
থাকতে হয় আত্মিক সম্পর্ক!
রক্তের সম্পর্ক কেউ হার মানায় অচেনা সম্পর্ক
অজানা অচেনা মানুষ ও হয়ে ওঠে আপনার
মানেনা দূরত্ব দেশ ধর্ম কোন বাধার ব্যবধান
হয়ে ওঠে ভাই বোন বন্ধু আপনার জন
অতি নিকট আপনজন
সেই সম্পর্কের নাম আত্মার সম্পর্ক।


মিলেমিশে একাকার হয় একাধিক মন
উড়ে যায় এক নিমেষে ঠুনকো ব্যবধান
নীরবে নির্জনতায় পবিত্র বন্ধনে বাধে মন
একদিন নয় যুগ যুগান্তর সারাক্ষণ!
          -: :- -: :- -: :- -: :-