শব্দও নিয়েছে ছুটি
আনসারুল ইসলাম


শব্দও নিয়েছে ছুটি নিদারুণ ক্লান্তির শেষে
বিষণ্ণ সময় বেয়ে বিষাদের সুর অবশেষে।
নিদারুণ নিরবতা, ভাষাও ছেড়েছে আশা
অবসাদের ভাঙ্গা নৌকায়,  নিঝুম হতাশা।


নীরব রাতের তারা সুদূর আকাশের বুকে
ঝিলের জলে ফোঁটায় কমল কি মহাসুখে।
জোৎস্না রাতের তারার মেলায় কবিতা নীরব
আহত শব্দ ধুলায় মলিন শত শব্দের শব।


নিরবতা মনন জুড়ে খুশিরাও কারাগারে
বন্দিনী সপ্তডিঙ্গায় প্রভাতী আলো আঁধারে।
বিরহী শব্দ মেলেছে ডানা নেই সৌজন্যতা
যে বুকে ছিল শব্দের সারি সেথায় নিরবতা!