স্বপ্ন বিহীন হয় না জীবন স্বপ্ন সবাই দেখে।
কারো স্বপ্ন পূরণ হয় কারো অধরাই থাকে।
কারো স্বপ্ন ধুলোয় লুটাই নীরব যন্ত্রনায়
কারো স্বপ্ন স্বর্ণ শিখরে সুখের ঠিকানায়।


তুমি ভুলে গেছো সব ভুলিনি তো আমি
আমার হৃদয়ে সুখের স্বপ্ন এঁকে ছিলে তুমি।
আজ খুঁজি তোমায় ফেসবুকে হোয়াটসঅ্যাপে
তোমার স্মৃতি বক্ষ জুড়ে গভীর অনুতাপে।


প্রিয়জন নয় প্রয়োজনে তোমার পাশের আমি
প্রয়োজন শেষ ডাস্টবিনে ফেলেছো তুমি।
দিন শেষে সরি ছাড়া কিছুই বলার নাই
তোমার আঘাতে ক্ষত বিক্ষত মরছে যন্ত্রনায়।


কেউ কথা রাখে না ঝেড়ে ফেলে সব দায়
প্রয়োজন মিটে গেলে পড়ে থাকে অভিনয়
সব শেষে সরি বলে শেষ কথা বলে যায়
ভাগ্যের দোষ দেয় কোন দোষ তার নয়।


দুঃখের সারথি দূরে ফেলে চলেছ সুখের দেশে
দেখে নিও ফেলে আসা দিন স্মৃতির ক্যানভাসে।
নয়ন সাগরের অথৈ জলে স্বপ্ন ভাসে নিরবধি
স্বপ্নের শব পথের পাশে শত স্বপ্নের সমাধি।
                   :-:-:-:-:-:-:-