বাঁকা বাঁশলৈ নদী পেরিয়ে সেই যে প্রথম দেখা।
মুছে গেছে সীমান্ত বলয় সব সীমানার সীমারেখা
বলতে পারিনি কথা মুহূর্তের জন্য বাকরুদ্ধ প্রায়।
ভেসেছি আবেগে মহাশূন্যে তুমি ছাড়া কিছু নাই।


অপলক দৃষ্টিতে চেয়েছিলাম তোমার গোলাপি ঠোঁটে।
সোনালী আলোয় মুখের মাঝে গোলাপ যেন ফুটে।
তোমার ভুবন মোহিনী কন্ঠ দোলা দেয় আমার মনে।
বাঁকা পথে ছুটি বারবার তোমার মধুর মায়াবী টানে।


ভাষাবিহীন নীরবতায় আমি শুধু দেখেছি তোমায়।
তোমার মায়াবী কন্ঠ শুধুই বিদগ্ধ করেছে আমায়।
কাছে আসো ভালোবাসো যদি হাতে রাখো হাত।
নতুন পথ চলার হোক না শুরু জীবনের ধারাপাত।


ভাবতে পারো আপন যদি পেরোতে পারি পাহাড়-নদী।
ডিঙ্গাতে পারি শত বাঁধা তোমার দু হাত বাড়াও যদি।
ভাঙতে পারি বাধার প্রাচীর যত আচার বিচার ধর্ম।
ছুটতে পারি তোমার কাছে ছেড়ে আমার সকল কর্ম।


নেই লৌকিকতার ভয়,  যদি হয় দুটি মনের জয়।
পাহাড় প্রমান বাধার পাহাড় হবেই তার পরাজয়।
আমি ছুটি তোমার টানে তবুও তুমি তো ছিলে না।
ভিড়ের মাঝে সবাই তো ছিল কেন তুমি এলে না ?
                        -: : - - : :- -: :-