বুলি গুলি হারিয়ে যাচ্ছে ঐ ধূসর নিউরন সেল গুলি তে,
বন্দি সেই বর্ণগুলো
কণ্ঠে উত্তাপ নেই-
অসহায় সবাই এ নিরুত্তাপ নগরে।
যে দিকে তাকাই হতাহত নাগরিক,
আর খাঁচা,
অসংখ্য খাঁচা।
খাঁচার মানুষগুলো আরেক খাঁচা বানায়,
খাঁচার ভিতরে খাঁচা,
তার ভিতর কতিপয় লোকের বেঁচে থাকা,
আর,
মানুষগুলো-
এ নগরে মানুষগুলো অনেক একা।