সভ্য আর অসভ্য এর মিছিলে কত সময় চলে গেল-
বুঝি না এখন সভ্য আর অসভ্য কি!
ইতিহাসের পাতায় লেখা সভ্যতা কে নিয়ে গোলকধাঁধা কে
আজ ও, বুঝতে পারি নি ঠিক।


ওহে মানুষ সভ্য কি?
সভ্য কি বন মানুষের উলঙ্গ চলা,
মানব- মানবী র আদিম উচ্ছ্বাস,
নাকি কাঁচা পশুর মাংস খাওয়া।


সেদিন মানুষ আগুন জ্বালিয়ে ছিলো বলে,
সেই আগের মানুষ গুলো আদিম হয়ে গেলো?
কাঁচা মাংস তো এখন তুমি খাও,
আদিম উচ্ছ্বাস কে এখন সেক্স বলো বলে, কি তা সভ্য হয়ে গেলো?


অসভ্য দের মেরে,
অজস্র নারীর বুকে আর যৌনাঙ্গে করেছে উল্লাস,
নষ্ট করেছো তাদের সংস্কৃতি, ভাষা আর
তুমি বলো তুমি সভ্য!      


আছে কি তাদের দেহে সভ্যতার চাপ,
শুধু শরীর ঢাকলে কি পশুত্ব লুকানো যায়।
ঐ রক্তের গন্ধে আবার আরেক সভ্য জাগে,
আবার রক্ত বয়, আবার সভ্য আসে।


আদিম বলে পরাধীন করেছি মানুষকে,
দেয়নি শরীর শরীর কে স্বাদ নেবার সুযোগ,
সভ্য বলে বলে,
নিজের রক্তে মিশিয়ে দিলাম অসভ্য তার বীজ।