ভোরের আলো যখন জানালা দিয়ে ঘরে এসে পড়ল,
তোমার নগ্ন ঐ স্বর্গীয় দেহটা কে তখন মুক্তো মনে হয়।
ভোরের শিশিরে যে আলোর খেলা চলে,
নতুন ধানের শীষ যখন আলো স্পর্শে সবুজ হয়ে উঠে,
পাখিরা তখন আলোকে অভিবাদন জানায়,
আমি জেগে জেগে দেখি-
এ নগ্নতা আমাকে আঁকড়ে ধরেছে,
ঐ তো দূরে কোথাও মানুষ জেগে উঠছে,
হয়ত কেউ কেউ নতুন জীবনের খোঁজে চলছে দিগ্বিদিক,
আমি তখন তোমার পাশে শুয়ে,
ঐ ঢেউ খেলানো বক্ষের দিকে তাকিয়ে রই।


নগ্নতা তখন আমাকে লজ্জা দেয় না,
তখন নিজেকে সবচেয়ে পবিত্র মনে হয়,
মনে হয় ঐ তো জীবনের সবে শুরু,
কতকাল গিয়েছে অর্থ খুঁজেছি,
পেয়েছি খুঁজে এ নগ্নতার মাঝে।


আবার ফিরে আসি তার কাছে,
মুখের কাছে যেন সূর্য তার সমস্ত আলো ঢেলে দিয়েছে,
নগ্ন ঐ ঠোঁটে মনে হয় চুমু খাই,
ভয় হয়, যদি ঘুম ভেঙে যায়!
এ নগ্নতা যদি তখন ঢেকে দেয়।
উন্মুক্ত বক্ষে যদি নিঃশ্বাসের ঢেউ বন্ধ হয়ে যায়,
যদি আলো না পড়ে,
আমি এ নগ্নতা কে মনে রাখতে চাই, ভালোবাসতে চাই।


আবার তাকাই তাহার দিকে,
নিঃশব্দে, নিভৃতে- আমার এ ক্ষুদ্র হৃদয়ের অজস্র ভালোবাসা নিয়ে,
এ নগ্নতার মাঝে আমি যেখানে নিজের জীবন খুঁজে পাই,
তখন মনে হয় নি নরকের কথা, তখন মনে আসে শুধু জীবনের সার্থকতা।