উলঙ্গ দেহে যখন বায়ু লাগে,
কৃষ্ণ কালো কেশে যখন বয়ে যায় বায়ু,
দূর হতে দেখি ঐ কালো দেহে চক চক করে রোদ,
বোধ গুলো কাজ করে তখন।
হৃদয়ের মাঝে তখন অনুভূতির জন্ম হয়,
মনে হয় শেষ মিলনের সময় বুঝি নেই,
ঐ তো  গগন বিদারী শব্দ করে এসেছে অসুর,
মৃত্যু কি কাছে?
অনুভূতি গুলো আবার জন্ম নেয়।


দোলনায় খেলানো আমার হৃদয়ের মধ্যমণি কে,
কোলে নিতে ইচ্ছে হয়,
চোখ বুঁজে ভাবি তার কথা,
আবার অনুভূতির জন্ম হয়,
এবার এ ভালোবাসা যেন,
শেষ হয়ে যাওয়া ডুবন্ত সূর্যের মত,
আলো ফুরিয়ে গেলে,
আলোর হাহাকার-
আবার দেখতে ইচ্ছে করে তারে,
আমার মা মণি রে।


আবার আসে অসুর,
উল্লাসে নগ্ন নৃত্য করে লাশের উপর,
এ দেখে,
আবার অনুভূতি ফিরে আসে,
বেদনার নয়, হাহাকার নয়,
শুধু একবার কালো কেশের মাঝে হারিয়ে যাবার আকুলতা,
শুধু একবার দেখার জন্য আমার মা মণি কে,
হয়ত হবে না আর,
ঐ তো অসুর-
আবার সন্ধ্যা নামে,
অমাবস্যা আসে, রাত্রি আসে,
আবার অনুভূতি ফিরে আসে ডুবন্ত সূর্যের মতন।