মেঘহীন আকাশে শুভ্র জোছনা
দূরের বনে হাওয়া বয়ে যায়-
নিস্প্রভ জোনাকি।
দক্ষিণা হাওয়া উড়ে চলে যায়
জোছনায় স্নানরত ধানের ক্ষেতে।


ঐ বাতাসে প্রতিধ্বনি,
শোনা যায় হাসির আওয়াজ।
খিল দুয়ার খুলে উঠানে দাড়িয়ে থাকি
জোছনায় স্নান করতে করতে
এগিয়ে যাই হাসি শুনতে শুনতে।


কত হাসি - কত কান্না - কত নিরবতা-
কত উদ্দামতা - কত জলকেলী খেলা-
এ ভুবনময় ছিলো এ জোছনা
কোথায় এখন তুমি, আজ রাত্রিবেলা।


এখানে কৃষ্ণচূড়া গাছের নিচে, এই ছায়ায়
এক টুকরো আলো জ্বলজ্বল করে
মাটিতে জোছনা শুয়ে আছে-
জোনাকিরা আলো জ্বলে মিটিমিটি,
আমি ঝাপসা চোখে তাকিয়ে থাকি।