রক্তে আগুনে প্রতিরোধ করে
এ দেশ করেছে স্বাধীন
শত শত রক্তে রাঙ্গানো
সবুজের বুকে লাল,


সে তো আমাদের পতাকা
উরবে দিঘ্য কাল,


স্বাধীনতা তুমি নিয়েছো
আমার বাপের রক্তাক্ত লাশ
বুঝিনি আমি ছিলাম ছোট
করতাম হা-হু তাস,


মাকে নিয়ে গেলো বাহিনীরা
হয়ে গেলাম বড় একেলা
ছিন্ন ভিন্ন করেছে ওরা
আমার মাকে করেনি দয়া,


ত্রিশ লক্ষ্য প্রানে সাজিয়েছে
লাল সবুজের আমাদের পতাকা
সে তো আর কেউ নয়
মুক্তিযোদ্ধারা।