গন্তব্য হীন পথে চলেছি আমি একা
আমার কোন ঠিকানা নেই কোথাও যাবার


একা একা হেঁটে মাঠে-ঘাঁটে-চড়ে-নদীর কিনারায়
বসে থাকি মাঝে মাঝে ডিংঙ্গি নৌকায়


আমার এ জীবনে পথের কোন শেষ নেই
নেই কোন চাওয়া-পাওয়ার আসা
শুধু হেঁটে চলেছি আমি একা এই দির্ঘ্য পথে


সমুদ্রের শনশনে বাতাশ প্রকৃতির অতি দ্রুত বেগে
বইছিলো আমার কানে শনশনে বাতাসের শব্দ


বাঁশের ভেলায় বৌঠা ছাড়া নদীর মাঝে আমি
উদ্দেশ্য হীন পথে চলেছে ভাটির টানে পানি


পাগলের মত চুল-দাড়ি-গোফ হয়েছে আমার
লাভ কি আমার বলো কেঁটে
কেউ নেই তো আমার একি পথে চলবার।