জানালার ও পার্শ্বে তুমি
আর এ পার্শ্বে আমি
মাঝখানে কিছু
রডের বেড়া দেওয়া প্রাচীর,


অনেক কথা বলার ছিলো
তোমায় বলেছি অফুরন্ত কাব্য
যা শেষ হবার নয় তাই বলেছি
আমার হৃদয়ের কন্ঠ নালী থেকে,


আমাদের না জানা কথা গুলো
শুনে নিলো এ রডের দেওয়াল
শুনে নিলো এ রাতের ঝি-ঝি পোকাও
শুধু একটি রাতের জন্য ছিলে তুমি আমার পার্শ্বে,


তোমার নাকের হাম
বইছিলো আমার মুখে
কাঁপছিলে তুমি আমার হাত ধরে
বলেছিলে তুমি এখন যাও চলে
অনেক হয়েছে রাত,দেখা হবে কাল ভোরে।