দূর-দিগন্ত পানে
নাচে সারি-সারি
ছলনা রূপসীময়ী
কোন এক নারী
দুধ-শুভ্র বসনখানা
কাজলা দীঘি চুল
স্থলপদ্ম ভাসছে দেখ
চোখে দেখি ভুল
বেদনা জাগিয়ো না
আর কাছে এসে
থাকো তুমি দূর পানে
যাক নীরবতা ভেসে...!