জীবন তুমি বড় কঠিন
সময়ের মাপা স্কুলে নও স্বাধীন
ছোটবেলায় বাবা-মার বাধ্য
লঙ্ঘন করা নয় সাধ্য
একটু বড় তারপর দায়িত্ব
বোঝা কাঁধে তুলে...অমরত্ব
কর্তব্য-অকর্তব্যের বেড়াজালে
বদলেছে সময় কালে-কালে
তবু তুমি বড় কঠিন
সময়ের মাপা স্কুলে নও স্বাধীন
আধা বয়সে সন্তানের বোঝা
বৃদ্ধাশ্রম শুরু খোঁজা
বুড়োতে বার্ধক্যের কাছে
স্বাধীন হওয়ার সময় কী আছে?
তারপর একদিন মৃত্যুর ডাক
যা ছিল সব সময় নিয়ে যাক
আর অস্তিত্ব মুছে গিয়ে নামটা থাক
...জীবন তুমি বড় কঠিন...!