রংটা বড্ড কালো একটু হলে সাদা
দর কষতে হতো না...ভীষণ কালো-কাদা
আসে বুক ফেটে কান্না, আর না-আর না
হয়েছে অনেক এবার থামাও রঙের বর্ননা
সাদা-কালো নিয়ে কোরো না ঝনঝাট
ঘরের লক্ষ্মী হবে সে... করো মিটমাট
কালো বলে দর তার নেই একটুও
বাপ-মায়ের দুশ্চিন্তা, নেই সুখটুও
বর্ণ-বিদ্বেষ ঝামেলা হয় দেশ-বিদেশে
এতো মেয়ের বিয়ের কথা, রেহাই পাবে কিসে
চোখ ছলছল চায় না সে আর করতে কভু বিয়ে
তবুও বোঝা নামাতে হবে শ্বশুড়বাড়ি গিয়ে
করবে সব সমঝোতা যদি দাম পায় ভালো
কালো মেয়ের কপালেতে কী আর আছে বলো...!