পৃথিবীর কোলাহল থেকে বহুদূরে
সীমানা ছাড়িয়ে বিস্তীর্ণ তৃণভূমিতে
নগর সবুজের ভোরে ওঠা মন
আমারই স্বপ্নের বাড়ি
নীলাকাশ যেন ছুঁয়েছে
ঘরের ছাদ, পাখির গানে ভরেছে
আমার স্বপ্নের বাড়ির ঘ্রাণ
চোখ বুজে নয় চোখ খুলে
এ নয় স্বপ্ন আছে বাস্তবে
কাজলের ধারা ছিটিয়ে বৃষ্টির ফোঁটা
চুইয়ে-চুইয়ে দেওয়াল বেয়ে পড়ছে গোটা-গোটা
রঙীণ জীবন আর ভালবাসা পৃথিবী
আমি পেয়েছি আমার স্বপ্নের বাড়িতে...!