স্বপ্ন ? সেতো দেখতাম ভাই রূপকথার রাজ্যে ভেসে
এখন কি আর সে দিন আছে ? ইনসমনিয়া যাচ্ছে হেসে
বড় হওয়াটাই জটিল ধাঁধা , ফাঁসছে সবাই যে যার মতো
ভালো থাকার প্রতিযোগিতায় ঢাকতে চাইছে গভীর ক্ষত !
প্রাপ্তবয়স্ক হলে পরেই মেয়ের বাড়ির চিন্তা বাড়ে
অসুরবাড়ি থুড়ি শ্বশুরবাড়ি ? কি নামে যে ডাকব তারে!
যেমন ধরো অতিরিক্ত কেয়ার যদি করেছো তুমি কারোর তরে ,
আদিখ্যেতার হ্যাশট্যাগ বস্ ঝুলবে কিন্তু তোমার ধড়ে!
আবার ধরো কাউকে তুমি পাত্তা দিতে চাইছো না
কেস তো তখন খেতেই হবে ! গুনগান কেন গাইছ না !
এরপরেও যদি ভাবো থাকবে নিজের মতো করে
তবে তো তুমি মরেছ দিদি , অহংকারী বলবে পরে ।
তাইতো বলি অব জী লো খুদ কি জিন্দেগী ব্যহেনা
কুছ তো লোগ ক্যাহেঙ্গে, লোগো কা কাম হ্যায় কেহেনা ॥