আগুনের বীণা তুমি কাজী নজরুল ইসলাম,
জানাই আজ শির উঁচু করে জন্মদিনের সেলাম।
কালবৈশাখীর বেগে আনলে তুমি নূতনের কেতন,
আজও ধ্বনিত-রণিত হয় আতীব্র জয়ের গান।


'ধূমকেতু' তে করলে তুমি ব্যক্তিত্বের অহং ঘোষণা,
বাঙালি পল্টনদের উজ্জীবিত করে জাগালে চেতনা।
রূপান্তরের শক্তিতে তুমি নজরুল অফুরানভাবে বলীয়ান,
"কান্ডারি হুশিয়ার" রচনা করে আনলে দ্রোহের জাগরণ।


দীপ্ত বর্ণের পতাকা তুলে দেখালে ন্যায়ের নিশান,
কাঁপালে কলমেতে ঝড় তুলে দমালে ব্রিটিশ শাসন।
ভীম রণভূমে প্রাণ বাজি রেখে গাইলে বেদুঈনের গান,
চিত্রকল্পে যেন আজও তুমি জাগ্রত দেদীপ্যমান।


বিদ্রোহের দামামা বেজে উঠে ফুটলো রক্তরাগে;
তোমার আত্মদান সার্থক হলো চেতনার গুলবাগে।    
চিরযৌবনের প্রতীক তুমি কাজী নজরুল ইসলাম,
বাঁধন হারা মনের উচ্ছাসে তোমাকে করি সেলাম।