আনন্দ যার জীবনে বিরলতম অনুভব,
বিষন্নতার সঙ্গে নিত্য যার সহবাস।
নির্বাসিত জীবনে সতত যিনি সৃষ্টিশীল।
নির্জনতম কবি, অবচেতনার কবি।
রবির আলোয় আলোকিত না হয়ে একলা চললেন, জীবনানন্দ।
অনুচ্চারিত বিদ্রোহ করে ছন্দের বন্ধন ভাঙ্গলেন।
কবিতার আঙ্গিক ভেঙ্গে তছনছ করলেন।
এবড়ো খেবড়ো অনালোকিত রাস্তায় হাঁটলেন


হাজার বছর পথ হাঁটার পরে-ও ভুলবনা,
বনলতা আর জীবনানন্দ।