ঠাকুমার দেয়া নাম আদরের ভজহরি,
প্রবাসী বাঙালি হয়ে হলো মিস্টার হ্যারি।
পল্লব ব্যানার্জি থেকে হলো পল ব্যানার,
বাংলা ভুলে গিয়ে শিখলো মার্কিনি ম্যানার।
গুজরাটে ছিল নাম খেমচাঁদ প্যাটেল,
ব্যবসায় পসার জমিয়ে নাম ফ্রাঙ্ককেল।
কলকাতার হাঁদা ছেলেটি কাশীরাম মিত্র,
মার্কিনি পার্টিতে নেশা করে নাচে বিচিত্র।
গ্রিন কার্ড পেয়ে গেলে দেশি থেকে দেশাই,
আন্টি হয় আন্টাই , সেমি থেকে সেমাই।
দেশি শব্দটার প্রতি যদিওবা থাকে এলার্জি,
লুকিয়ে কিন্তু পছন্দ করে দেশীয় গ্রসারি।
আলু দিয়ে রান্না করে শুওরের মাংস,
ফুলকপি মিশিয়ে রান্না ঝোল গোমাংস।
লেটুস পাতার স্যালাড চেটেপুটে খান,
উচ্ছে ভাজা মুসুর ডালে যাবে যে মান।
অনির্বান দেশে যাবে মনে উত্তেজনা,
উপহার কিনতে গিয়ে দেখে সব 'মেড ইন চায়না'।
'মেড ইন আমেরিকা' জিনিস তো চোখেই পড়েনা,
সবাই সন্দেহ করবে হয়তো গড়িয়াহাট থেকে কেনা।
এভাবেই কনফিউসড নন রেসিডেন্ট ইন্ডিয়ান,
তুবু ভালো বেঁচে আছে সবার প্রিয় কবিগুরুর গান।