ড. সুজিত কুমার বিশ্বাস এর 'আসরের কবিতা ও তার কাব্যিকতা' পড়ার অভ্যাস টা যেন একটা এডিকশন এর মতো হয়ে গেছে ।প্রতিদিনই কিছু না কিছু জ্ঞান আহরণ করে থাকি কবিতার পাতাটি পড়ে। আজ পাতাটি খুলে পড়তে গিয়ে  আসরের শ্রদ্ধেয় আবৃত্তিকার সবার প্রিয় কবি রিংকু রায় এর কন্যা হারানোর সংবাদে গভীরভাবে মর্মাহত হলাম । বেশি কথা লেখার মানসিকতা আমার আজ নেই।


গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি ও শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার জন্য দোয়া করছি । এ আসরের কবিদের মধ্যে একটা নিজের অজান্তেই সবাকার মধ্যে কেমন যেন  একটা আত্মিক সম্পর্ক হয়ে গেছে। তাই শ্রদ্ধেয় কবি রিংকু রায়কে শুধু আজ বলবো কন্যা হারানোর শোক শুধু আজ আপনার একার নয় আসরের সব কবিরা আপনার পাশে আছি সমবেদনার সামিল হয়ে।


ঈশ্বর আপনাকে শক্তি দিন এই কামনা করে ও নতুন করে বাঁচার মন্ত্রের শিক্ষা যিনি সর্বদা দিয়ে গেছেন , যিনি জীবনকে ভারাক্রান্ত না করার শিক্ষা দিয়ে গেছেন তাঁর কয়েকটা লাইন এখানে উল্লেখ করলাম যদি আপনার মনটা একটু হালকা হয় ।


"যা হবার তাই হোক ,
ঘুচে যাক সর্ব শোক ,
       সর্ব মরীচিকা ।
নিবে যাক চিরদিন
পরিশ্রান্ত পরিক্ষীণ
      মর্তজন্মশিখা ।
সব তর্ক হোক শেষ ,
সব রাগ সব দ্বেষ ,
      সকল বালাই ।
বলো শান্তি , বলো শান্তি ,
দেহ-সাথে সব ক্লান্তি
      পুড়ে হোক ছাই ।"