আমাদের ছিল এক আদরের ছোড়দা
ভালবাসে খেতে সে চিকেন সাথে 'ভদকা'।
রাশিয়ান ভদকা তার প্রথম পছন্দ
তবে মাঝে মাঝে 'জিন' হলে হয়না মন্দ।
শুধালো মোরে,"জানো আজ আমার ইচ্ছা কি ?
কয়েক ফোঁটা লেবুর জলে সোডা দিয়ে হুইস্কি "।
'বারবান' হুইস্কি তে ধরে তার মাথা;
'স্কচ' খেলে তো কথাই নেই বকে খালি যা তা,
আচ্ছা 'ব্লাডি মেরি' খেলে আজ হয়না মন্দ !
তবু যায়না দ্বিধা মনেতে হয় দন্দ,
পাশের বাড়িতে ছিল এক প্রিয় বৌদি ,
শুধাতে সে বলিল "খাও আজ বাকার্ডি",
"ভালো কথা বলেছ,প্রস্তাবটা মন্দ নয়",
তবুও মন থেকে যায় না সংশয় ।
কোনো মদে'ই যেন হয়না তার নেশা;
কি যে করে, ভেবে না পায় দিশা।
এদিকে পিপাসু মন তো অধীর হয়ে ওঠে
নাগাল পায় না সে যে খালি ভেবে ভেবে।
"দূর শালা" বলে ঠিক করলো খাবে 'কারণ সুধা'
তাতে যদি মেটে তার মনের খুদা।