আজ আমরা চোখের সামনে দেখছি
উচ্চ প্রযুক্তির ব্যর্থতা।
এখনো কি বলবো  '‘ফেইলিওর ইজ দ্য পিলার অব সাকসেস ?'
উচ্চ প্রযুক্তিবিদ ব্যক্তিরা কি ব্যাখ্যা দেবেন আজ এই মরণযজ্ঞে?


ঈশ্বর তো নির্বিকার আজ!
পায়ের ওপর পা তুলে মজা দেখছেন।
আর তিনিও কি ভাবছেন
"ব্যর্থতা সাফল্যের স্তম্ভ" ?
অথবা ভাগবতের আলো' ?


হে ঈশ্বর:
যদি সত্যি সত্যি তোমার অস্তিত্ব থাকে,
তাহলে এ বিশ্বকে নিয়ে কি ছেলেখেলা করছো?
নাকি আরো পুজো পাবার লোভে মানুষ কে ভয় দেখাচ্ছ ?
তোমার ওপর আজ সম্পূর্ণ শক্তি, ধৈর্য এবং আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছি।
নির্ধারিত দায়িত্ব পালন করা থেকে আজ কি তুমি নিজেকে লুকিয়ে রেখেছো?
নাকি উচ্চ প্রযুক্তিবিদ ব্যক্তিদের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছো?