ঈশ্বরের চরণতলে পুষ্প নিবেদন করতে মন্দিরে যেওনা,
প্রথমে নিজ গৃহ পূর্ণ করো ভালোবাসার সুগন্ধি দিয়ে।


ঈশ্বরের বেদীর সম্মুখে প্রদীপ জ্বালাতে মন্দিরে যেওনা,
আগে হৃদয় থেকে নিজের পাপের অন্ধকার দূরীভূত করো।


মাথা নত করে প্রার্থনা করতে যেওনা মন্দিরে,
দরিদ্র ও সব মানুষের সম্মুখে বিনীত হতে শেখ।


নতজানু হয়ে হাঁটু ভেঙে উপাসনার জন্যে যেওনা মন্দিরে,
নিপীড়িত ও পদদলিত কে কোলে তুলে নিতে নতজানু হও।


পাপ করে ক্ষমার অভিযাচন করতে সনির্বন্ধ মিনতি করোনা,
হৃদয় থেকে তাদের ক্ষমা করো যারা পাপ করেছে তোমার বিরুদ্ধে।



(কবিতাটি রবীন্দ্রনাথের 'Go Not To The Temple'এর অনূদিত কবিতা)