সুখ দুঃখের স্মৃতিতে বর্ণাঢ্য জীবন,
থাকে বেদনা আর হাসি কান্নার কথকতা।
কিছু স্মৃতি এনে দেয় মনে আনন্দের ফল্গুধারা,
হৃদয়তন্ত্রীতে থেকে যায় অনেক নস্টালজিয়া।
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে
স্মৃতির পাতাগুলো ভারী হতে থাকে।
পুরোনো স্মৃতিগুলো তে ময়লার আস্তরণ পড়তে থাকে,
আর সেটা ক্রমশ ফিকে হতে থাকে।
স্মৃতির শাখা প্রশাখায় মিশে যায়
জীবনের অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনা
যার আবেদন ও কিন্তু কম নয়।
প্রতিটি মানুষের জীবনে আসে কিছু টার্নিং পয়েন্ট,
ঠিক তখনি জমা হয়ে যায়
মনে কিছু ছোট বড় স্মৃতিকথা।
তবু দুঃখ সুখের মাঝখানেই
মুকুল ঝরানোর মজাটা আমি পেয়েছি।
তাই জীবনটা মিশ্রসুরে বাঁধা পড়লেও
বেসুরো হয়ে যায়নি।