জীবনকে আমরা সবসময় লালন-পালন করি,
গোলাপের কাঁটা আমাদের অদৃশ্য পরিত্রাতা।
জীবন গোলাপের একটি বিছানা,
থাকে তাতে অনেকগুলি কাঁটা।


কাঁটা, যা আমাদের জীবনের গুরুত্ব এবং সৌন্দর্যকে সহায়তা করে,
সুন্দর গোলাপকে ছিড়ে কাঁটার মুখোমুখি হবার নাম জীবন।
জীবনের কাঁটা এনে দেয় সাফল্য ও সুখ,
কাঁটার ভয় পেলে জীবন হবে দূঃখময়।


আমাদের অবশ্যই কাঁটার  (কষ্ট) মুখোমুখি হতে হবে,
জীবনের সৌন্দর্য লুকিয়ে থাকে গোলাপের কাঁটাতে,
গোলাপের পাঁপড়িতে নয়।
তাই কাঁটা ছাড়া জীবনের গুরুত্ব নেই।


জীবনের সুখ ও সৌন্দর্য পেতে
কাঁটার সঙ্গে আমার জীবনের প্রতিযোগিতা।
তাই আমি মানিনা
"Life is not a bed of roses"
আমি মানি
Life is bed of roses.