প্রেমের অনলে দগ্ধ হৃদয় - নজরুল
ভালোবেসেছিলেন দেশজননীকে - নজরুল
নিপীড়িত শোষিতদের প্রেরণা জোগালেন-নজরুল
নারীর মধ্যে খুঁজে পেলেন অধরার মাধুরীকে -নজরুল
বিদ্রোহের আগুনে জ্বলে ওঠালেন ঘুমিয়ে থাকে বাঙালিকে -নজরুল  
ধর্মের উর্ধে থেকে হিন্দু মুসলিমের একতার চেষ্টায় ব্রতী হলেন  -নজরুল
প্রেম আর বিদ্রোহের জীবনের মূল উপাদান ও প্রেরণার নায়ক - নজরুল


তাই নার্গিসকে একদিকে তিনি লিখলেন:-
"তুমি এই আগুনের পরশমানিক না দিলে আমি অগ্নিবীণা বাজাতে পারতাম না,
আমি ধূমকেতুর বিস্ময় নিয়ে উদিত হতে পারতাম না"


আবার অপরদিকে তিনি লিখলেন :-
"আমি চিরদূর্দম, দুর্বিনীত, নৃশংস,
মহা-প্রলয়ের আমি নটরাজ,আমি সাইক্লোন,আমি ধ্বংস!"