চলে এস না সুচরিতা ছুতো করে একদিন;
সাদা কালো রঙিন রাস্তায় ঘুরবো সারাদিন।
দেবদারু পাইনে হাওয়ারা যেখানে সারাবেলা,
চলোনা সেখানে করি দুজনাতে লুকোচুরি খেলা।
কখনো হয় বৃষ্টি  ,কখনো বা রোদ্দুর হয়,
আমি তুমি, তুমি আমি, আর কেও নয়।
ঝরে যাক না কিছু উষ্ণতা সেই রাস্তায়;
নীল জমাট রক্ত ললাটে ঝাঁজ মরে যায়।
তোমারি জন্যে ভালোবাসা, তোমারি জন্যে শয্যা,
জমিয়ে রেখে লাভ কি সুচরিতা কৃপনের মতো লজ্জা?