পাঠক, আমার লেখা কবিতাটি যেন তোমার হয়।
আত্মার নিশ্বাসবায়ু তোমার শরীরে পড়ুক এই আমি চাই।
তোমার ত্বকের উষ্ণ ছোঁয়ায় যেন আমার কবিতা প্রাণ পায়।
মুহূর্তের স্তব্ধতায় যেন আমাকে তোমার মনে পড়ে যায়।
চাই হাতের মধ্যে আরো একটি হাত ধরতে,
আমি চাই তোমার একটু সুখের স্পর্শ।
কবিতা যে আমার আত্মার প্রতীক?
বিশ্বাস করো তুমি যে আমার প্রণয়ী।
আমার কবিতা যে বড় মমতাময়ী;
বুকের কাছে ঘেঁষে বসলে দেখবে,
কেমন করে গভীর ভাবে ভালোবাসা পাওয়া যায়।


যদি ভালো না বাসতে পারো আমার কবিতা,
তাহলে জন্মটাই যে ব্যর্থতার সাধনায় ভ্রষ্ট হবে।


নাকি কবিতা সরে গিয়েছে বিচ্ছিন্নতার সর্বনাশে?
না কবিতা হয়ে গেছে একটা ট্র্যাশ বা কিউরিও ?


তবুও ভাবতে চাই নিজেকে সুক্ষ রুচির অনুভূতির সর্বস্বত্ত্বাধিকারী,
পরিপূর্ণ আত্মিকবোধের তাড়নায় পরিচালিত মানসগগনবিহারী।


তাইতো তোমায় পাঠক....
'না চিনিতেই ভালোবেসেছি'