(এই কবিতাটি আমার আগের কবিতা "স্মৃতির কার্শিয়াং" এর শেষ অংশ)


পাহাড়ের গায়ে ছিল এক ছোট্ট কুঠি "মালিরাম কুঠী ",
প্রাণ ভোমরা লুকিয়ে ছিল তাতে, আমার জীবনের জুটি!
বেসেছিলাম ভালো আমি আমার প্রাণের পাহাড়,
প্রতিদানে দিলো সে আমায় অমূল্য প্রীতি উপহার !
এসেছিলো আমার কাছে হয়ে সে গোধূলির আলো,
প্রাণেতে ও হৃদয়ে সে চেতনার দিগন্ত ছড়ালো !
দেখা হয়েছিল তার সাথে ঝর্ণার জলের মতো ,
মিশে গেলো শরীরে প্রতিটি কোষে জীবনের মতো!
পাহাড়ের উপহার গ্রহণ করে রাখলাম সযত্ন করে,
জীবনসঙ্গিনী হলো সে আমার চিরদিনের তরে!
তারই মাঝে আমি খুঁজে পাই আমার শব্দের আত্মা,
কবিতার গহীনতম কাব্যে এনে দেয় সে ছন্দের বার্তা !