বাংলা একাডেমির খামখেয়ালিপনা
দেখে আমার হয়েছে মেট্রোফবিয়া।
মাথামুন্ডুহীন কবিতা লিখে
পেলেন পুরস্কার মমতাময়ী বনিতা।
কবিতায় না আছে কোনো আর্ট,
না আছে কোনো ক্র্যাফট।
শিক্ষা মন্ত্রীর জেন্টলম্যান এগ্রিমেন্ট :?
না মেমসাহেবকে তেল লাগানোর সেন্টিমেন্ট ?
মিষ্টিকথায় ভুলিয়ে করে যত অপকর্ম সাধন,
ক্ষমতার লোভে মানুষকে করছে লুন্ঠন।
ক্ষমতার কাছে অসহায় বাংলা একাডেমি,
বাংলা ভাষা নিয়ে এ কি ধরনের ফাজলামি ?
সততায় শুনতে পাই যেন একগুচ্ছ বেসুর,
'যা খুশি' করবো ভাবে দেখি এক ধ্বংসের সুর।
তথাকথিত বুদ্ধিজীবী দের অনুচ্চারিত প্রশ্রয়,
কবিতা লিখতে ও পড়তে হচ্ছে এখন ভয়।
মস্ত বিশুদ্ধ বাঙালি তনয়া হলেন সর্বেসর্বা যে ,
প্রকৃত পূর্ণতা ও সাফল্য "কবি" উপাধি পেয়ে।
হৃদয়তান্ত্রিতে সৃষ্টি হলো  "মেট্রোফোবিয়া"
মিথ্যে বুদ্ধিজীব্যতার শেষ প্রমানের পূর্ণতা।



মানুষের অনেকরকমের ফোবিয়া হয় এবং সেটা বিকশিত হয় বেশিরভাগ ক্ষত্রে  নিদৃষ্ট কোন  ঘটনা থেকে। যেমন
জেনোফোবিয়া - যৌন মিলনের ভয়
ফিলিমফোবিয়া - চুম্বনের ভয়
ফিলফোবিয়া - প্রেম করতে ভয়
গ্যামোফোবিয়া - বিয়ের ভয়
এরকম অনেক অদ্ভুত ফোবিয়া দেখা যায় মানুষের মধ্যে।
ঠিক একইভাবে কিছু মানুষের মধ্যে দেখা দেয় 'মেট্রোফোবিয়া' অর্থাৎ কবিতা ভয়।