ধরা ছোঁয়ার বাইরে আমাদের মন ,
মনের অস্তিত্ব লুকিয়ে রাখে চেতন।


মনের হদিশ করতে হলো বিভ্রম,
হিমশিম খেলেন প্লেটো এরিস্টটল।


মস্তিষ্কের ঘিলু জটিল ক্রিয়াকলাপ্,
গবেষণায় মনোবিজ্ঞানী কুপোকাত।


ঘাত-প্রতিঘাতের মধ্যেই মনের দ্বন্দ্ব,
বৃথাই খুঁজে মরি মনের প্রাণকেন্দ্র।


প্রয়াসী হই মনের ঠিকানা খুঁজতে,
কামনা কুটিল মন পারেনা বুঝতে।


মানেনা মন তখন হৃদয় নির্ভর,
মনটি যখন হয় প্রণয় কাতর।


ছটফট করে মন চেষ্টা প্রানপণ,
আমি করলাম মনের যে বিশ্লেষণ।