অসম্ভবের গন্ধেতে,
মন মাতানো ছন্দেতে,
সারে গামা টিমটিম,
বৃষ্টি পড়ে রিমঝিম।


খাচ্ছে কিন্তু গিলছে না,
পাচ্ছে হাসি হাসছে না।
সবার প্রিয় ট্যাঁশ গরু,
গলাটা তার খুব সরু।


কাতুকুতু বুড়ো,
খায় মাছের মুড়ো।
সৎপাত্র গঙ্গারাম,
হরে কৃষ্ণ হরে রাম।


ভাইটি তার পাঁচ টাকা পায়,
গানের সাথে তবলা বাজায়।
মাথায় ঘোরে চিন্তাটা,
মাছি মারার ফন্দিটা।


কামেন ফাইট,কামেন ফাইট,
নারদ নারদ হলো টাইট।
শুধু শুধু ভয় পেয়োনা,
তোমায় আমি মারবোনা।


কুমড়োপটাশ বাপরে,
পেয়ারা খায় কামড়ে।
আদ্যিনাথের মেসো,
আরে, এসো বোসো।


শীতকালে সর্দি কাশি
তেড়ে এলো বাঘের মাসি।
নাই বুঝি তার অর্থ হোক,
নাই বা বুঝুক বেবাক লোক।


সুকুমারের হাস্যরসে ,
খেয়াল রসে সবাই মজে।
আমি এক একলা কবি,
আঁকলাম এক রসের ছবি।


আমার ছড়ার অন্ত হলো,
দাও আমাকে এবার ছুটি।
সবাই মিলে খাই চলো,
বোম্বাগড়ের পাঁউরুটি।