ক্ষুদ্র মালা গেঁথে গেঁথে একজোড়া দুল,
কাঁধ অব্দি ঝোলানো।  
অনামিকায় ম্যাচ করা মুক্তো বসানো আংটি ;
পরিধানে সাদা ধবধবে শিফনের মহার্ঘ শাড়ি,
প্রায় কাচের মতো স্বচ্ছ।
সুস্পষ্ট দৃষ্টিগোচর হালকা রঙের অন্তর্বাস;
ঘটি-হাতা ব্লাউজের মধ্য থেকে লম্বমান বিশীর্ণ বাহুদ্বয়;
গলায় মুক্তোর মালা।
'ভি' গলার সম্মুখভাগে মর্মান্তিকরূপে
উদ্ঘাটিত গ্রীবার দুই পার্শ্ববর্তি উদ্ধত দুটি কন্ঠা।  
আপন বেশভূষায় সম্পূর্ণ বিশিষ্টা।
যেন মরসুমি ফুলের বাগানে রজনীগন্ধার উদ্ধত বৃন্ত।