চিঠির পর চিঠি লিখে চলেছে অমৃতা
তার ফ্রেঞ্চ প্রেমিক 'মির্চা'র কাছে।
উত্তর না পেয়ে মন হলো উতলা ,হৃদয় হলো চঞ্চল।
এরই মধ্যে কি সে ভুলে গেলো তাহলে?
চিঠি পৌঁছয়নি মির্চার কাছে একটাও।
ভাইয়ের বিশ্বাসঘাতকতার ফল পেলো সে।


শেষ বয়েসে দেখা হলো সুদূর বিদেশে,
কিন্তু কি দেখলো সে ?
যৌবন হয়েছে বিগত বয়েসের ভারে,
মির্চা হয়ে গেছে অন্ধ।


কান্নায় ভেঙে পড়লো সে!
মির্চা বলে 'ভেঙে পড়োনা অমৃতা'
আমি আবার তোমার কাছে আসব,
আমার সত্যরূপ দেখাবো তোমার কাছে গঙ্গাতীরে।


হলো যেন কোনো সুন্দরের আবির্ভাব!
যা হৃদয় কে করলো কাল মধুর !
চির আকাঙ্খিত প্রেমের পরিণতি হলো বিচ্ছেদে!
রয়ে গেলো শুধু আত্মা ও প্রেম ন হন্যতে।